খেলা
সবার কাছে দোয়া চাইলেন ক্রিকেটার পাইলট
নিজের দলকে জেতাতে বল ধরার সময় বাম হাতের হাড় ভেঙেছেন খালেদ মাসুদ পাইলট। বুধবার সেই হাড়ের অপারেশন হয়েছে। তিনি নিজেই এমনটি জানিয়েছেন।
গত শুক্রবার (১৩ জানুয়ারি) রাজশাহীতে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিক্সার্সের হয়ে বগুড়ার মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাব দুপচাঁচিয়ার বিরুদ্ধে খেলছিলেন পাইলট।
শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষের প্রয়োজন ছিল ৪ রান। সেই মুহূর্তে প্রায় ৪ হতে যাওয়া একটি বল দুর্দান্তভাবে আটকে ফেলেন তিনি। এতে রাজশাহীর দল জয়লাভ করলেও তার বাম হাতের হাড় ভেঙে যায়।
সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
তিনি যেন খুব তাড়াতাড়ি খেলা এবং মাঠের ব্যস্ততায় ফিরতে পারেন সেই দোআ চেয়েছেন সবার কাছে।