পদত্যাগ করলেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর: বিবিসি’র।
দিনিপ্রোতে একটি বহুতল আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে ‘ত্রুটিপূর্ণ’ তথ্য দেওয়ার কারণে সেই হামলায় ৪৪ জন নিহত হন। এ ঘটনার জেরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ওলেক্সি বলেন, আমি পদত্যাগ করার দরখাস্ত দিয়েছি। আমি সভ্য আচরণের একটি উদাহরণ স্থাপন করতে চাই। মৌলিক ত্রুটির প্রতিবাদ জানাতে পদত্যাগের ঘোষণা দিলাম।
তার পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বা তার কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি ওলেক্সি আরেস্তোভিচ বলেছিলেন, রাশিয়ান একটি ক্ষেপণাস্ত্র কিয়েভ থেকে গোলাবর্ষণ করে নামানোর পর দিনিপ্রোর একটি ভবনে আঘাত হানে, যাতে ৪৪ জন নিহত হন।
এ ব্যাপারে আরেস্তোভিচ ক্ষমা চেয়েছেন এবং তার একটি ‘মৌলিক বিষয়ে ত্রুটি’ হয়েছে বলে স্বীকার করেছেন।
আরেস্তোভিচের ওই মন্তব্য ঘিরে দেশটিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং রাশিয়ান কর্মকর্তারা ইউক্রেনকে দোষারোপ করতে সেটি ব্যবহার করেছে।
প্রেসিডেন্ট জেলেনস্কির এই উপদেষ্টা একজন সুপরিচিত ব্যক্তি। কারণ ইউটিউবে তার প্রতিদিনের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আপডেট লাখ লাখ মানুষ ফলো করতেন।