আদালত
জামায়াত আমির শফিকুর রহমানের জামিন নামঞ্জুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো: শফিকুর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায়, তার আইনজীবী জামিন চেয়ে আজ মঙ্গলবার শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে তার জামিনের বিরোধিতা করেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজের বিচারক ফয়সল আতিক বিন কাদেরের আদালত এই আদেশ দেন।
জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম তাকে গ্রেফতার করে। এরপর আরেক দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।