খেলা

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আসর শুরু হবে ১০ ফেব্রুয়ারি। সোমবার আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে আসরের পূর্ণাঙ্গ সূচি ও গ্রুপিং প্রকাশ করেছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের নারী ক্রিকেটাররা লড়বে গ্রুপ-১-এ। সেখানে প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ-২-এ লড়বে ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ড। এবারের আসর হবে দক্ষিণ আফ্রিকার তিনটি ভেন্যুতে। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কেপটাউনে, একটি জোহানেসবার্গে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল হবে কেপটাউনে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ২৬ ফেব্রুয়ারি হবে আসরের ফাইনাল।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি :
১২ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কেপটাউন
১৪ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জোহানেসবার্গ
১৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কেপটাউন
২১ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কেপটাউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button