জাতীয়

৬ ডিগ্রীতে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি:

হিমালয়ের পাদদেশে অবস্থিতি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ৬ ডিগ্রীর ঘরে।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে তীব্র ঠান্ডা অব্যাহত রয়েছে। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে সকাল ৮টা নাগাদ সূর্যের মুখ দেখা মিললেও কনকনে শীত অনূভূত হচ্ছে।

গভীর রাত থেকে হিম শীতল বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মতো হালকা ঝড়ে পড়া ঘনকুয়াশা ঠান্ডাকে আরও কঠিন করে তুলেছে। এতে দূর্ভোগে পড়েছে জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button