খুলনাকে হারিয়ে চট্টগ্রামের রাজকীয় জয়
খুলনার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে চট্টগ্রাম। খুলনার দেয়া ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখেই বড় জয় তুলে নেয় চ্যালেঞ্জার্স।
দলটির পক্ষে এদিন ব্যাট হাতে তাণ্ডব চালান পাকিস্তানি ব্যাটার উসমান খান। ৫৮ বলে ১০৩ রানে অপরাজিত ইনিংস খেলেন তিনি।
এর আগে, সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম। তৃতীয় ওভারেই নিজের দলকে ব্রেক থ্রু এনে দেন শুভাগত । ৫ রান করা শারজিল খানকে মিড অনে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরীর ক্যাচে পরিণত করেন তিনি। পরের ওভারেই হাবিবুর রহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আবু জায়েদ রাহী।
মাত্র ১২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। অভিজ্ঞ তামিম ইকবালও এদিন নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারেননি। তবে ম্যাচের দৃশ্যপট বদলে যায় আজম খান উইকেটে আসার পর থেকে। চট্টগ্রামের বোলারদের ওপর আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। মাত্র ৩৩ বলে অর্ধ-শতক তুলে নেন আজম।
তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে ৯২ রানের জুটি বাঁধেন আজম। যেখানে তামিমের অবদান ২৭ বলে ৩৯ রান। তবে ব্যক্তিগত ভাবে ৩৭ বলে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম। একা হাতে দলকে টেনে নিজের শতক পূরণ করার পাশপাশি দলকে বড় সংগ্রহও এনে দেন তিনি। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ১৭৮ রান করে খুলনা। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন আবু জায়েদ রাহী।
১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবধানী ক্রিকেট খেলে চট্টগ্রামের দুই ওপেনার উসমান খান ও ম্যাক্স ও’দাউদ। ওপেনিং জুটিতে দুজনে মিলে গড়েন ১৪১ রানের জুটি।
আফিফ হোসেনকে নিয়ে বাকি কাজটা নির্বিঘ্নে সেরে ফেলেন উসমান। সেই সঙ্গে দলকে এনে দেন এবারের বিপিএলের প্রথম জয়ও। ১০ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন আফিফ।
বিপিএল ইতিহাসে একই ম্যাচে জোড়া সেঞ্চুরির চতুর্থ ঘটনা এটি। প্রথমটি অবশ্য একই দলের হয়ে। ২০১৯ সালে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রংপুর রাইডার্সের রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। গত বছর ঢাকার বিপক্ষে সিলেটের লেন্ডল সিমন্স সেঞ্চুরি করলেও তা ভেস্তে যায় তামিম ইকবালের বিধ্বংসী শতকের কারণে। একই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাফ ডু প্লেসির সেঞ্চুরিকে ম্লান করে দেন খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার। এবার অবশ্য খুলনার আজম খানকে ট্রাজিক হিরো বানালেন উসমান খান।