জেলার খবর

বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের ৭০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নানা অনিয়মের অভিযোগে কৃষি উপকরণ বিক্রেতা ৩ টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত ৭০ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার দুপুরে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত সততা সদরের স্টোর, ইয়ামিন স্টোর ও হোসেন স্টোরকে এ জরিমানা করেন।

বাগেরহাট জেলা কৃষি বিপনন কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, কৃষি বিপণন আইন,২০১৮ ও কৃষি বিপণন বিধিমালা,২০২১ অনুযায়ী বাগেরহাট সদর উপজেলার উজলপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

এ সময় তিনজন কৃষি উপকরণ, মৎস্য ও পশুখাদ্য উৎপাদন ও বিক্রেতার কৃষি বিপণন লাইসেন্স না থাকা, সারের সরকার নির্ধারিত মূল্য তালিকা না টানানো এবং অতিরিক্ত মূল্য গ্রহণ ও ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৩ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় কৃষি বিপণন অধিদপ্তর হতে যৌক্তিক মূল্য সরবরাহ করা হয় এবং মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করে সর্তক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button