খেলা

ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল!

শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী রবিবার (১১ জুলাই) মারাকানায় ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে এই শিরোপার লড়াই হবে।

সময় যত গড়াচ্ছে কোপার ফাইনাল নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনা বেড়েই যাচ্ছে ফুটবল প্রেমিদের। কার হাতে যাচ্ছে শিরোপা ! ব্রাজিল নাকি আর্জেন্টিনা- এই নিয়ে হাড্ডা হাড্ডি কথার লড়াই এখন ফুটবল দুনিয়ায়।

কিন্তু এরই মধ্যে ব্রাজিল রাষ্ট্রপতি জাইর বলসোনেরো করে ফেললেন ভবিষৎ বাণী। বললেন, কোপা আমেরিকার এই ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে তার দেশ ব্রাজিল !

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এক বৈঠকে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশের রাষ্ট্রপতিই হাজির হয়েছিলেন। আর হঠাৎ সেই বৈঠকেই কোপার ফাইনাল প্রসঙ্গটি উঠে এলো।

এসময় আর্জেন্টাইন রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের সামনেই বলসোনেরো বলেন, ‘ব্রাজিল ম্যাচটা জিতবে ৫-০ ব্যবধানে!

তবে ফার্নান্দেজ বিষয়টি রসিকতায় নিয়ে জবাব না দিয়ে শুধু মুচকি হেসেছেন।

বাকিটা দেখা যাবে ১১ জুলাই।  ব্রাজিল রাষ্ট্রপতি জাইর বলসোনেরোর ভবিষ্যৎ বানী-ই সত্যি হবে ! না কি রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের মুচকি হাসির রহস্য উদঘাটন হবে !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button