জাতীয়মজার

বাবাভক্ত ওসমানকে বুকে জড়িয়ে ধরলেন তথ্যমন্ত্রী

বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রতিটি সন্তানের মধ্যেই রয়েছে। হয়তো তার প্রকাশটা ভিন্ন। তেমনি একজন সন্তান ওসমান গণি।  তার বাবা বুলু আকন্দের স্বপ্ন পূরন করেছেন ওসমান।

সমাবর্তনে অংশ নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান গণি। সেই অর্থেই ঢাকা দেখার যে স্বপ্ন ছিল বাবার, তা পূরণ করেছেন তিনি। ওসমানের এই বাবাভক্তি অন্তর দিয়ে অনুভব করতে পেরেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আর তাই ওসমান গণিকে নিজের বাসায় ডেকে কথা বলেছেন তথ্যমন্ত্রী।

পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ওসমান গণি তার সঞ্চয় দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন না করে সে অর্থ দিয়ে তার বাবা বুলু আকন্দকে প্রথমবারের মতো ঢাকা শহর, পদ্মাসেতু ঘুরে দেখান। পরে সহপাঠীদের কাছ থেকে গাউন ধার করে বাবার সঙ্গে ছবি তুলে ১৯ নভেম্বর ফেসবুকে তিনি লেখেন- ‘আমাকে গড়ার মূল কারিগর—বাবা, আজ আমার ক্যাম্পাসে। ৫৩তম সমাবর্তন, ঢাবি।’

বুকে জড়িয়ে ধরেন

পত্রিকায় বাবার প্রতি ভালোবাসার এ সংবাদ নজড়ে আসে তথ্যমন্ত্রীর। তিনি তার মিন্টো রোডের বাসভবনে ওসমান গণিকে আমন্ত্রণ জানান।

বুধবার সন্ধ্যায় মন্ত্রীর বাসবভনে এলে ওসমান গণিকে বুকে জড়িয়ে ধরেন ড. হাছান। এ সময় ওসমানের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং মন্ত্রী নিজের বাবা ও ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। ওসমান ও তার বাবার জন্য উপহারসামগ্রী এবং আর্থিক সহায়তা দেন ড. হাছান।

ওসমান গণির মা রওশন আরা ও বাবা বুলু আকন্দ বগুড়ার সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের বাসিন্দা।

Related Articles

Leave a Reply

Back to top button