জাতীয়

আজ দেশে ফিরবেন ডা. সেব্রিনা ফ্লোরা

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে সংবাদমাধ্যমকে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

তিনি বলেন, মীরজাদী সেব্রিনা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দেশে আসবেন বলে পারিবারিকভাবে জানতে পেরেছি।

উল্লেখ্য, মীরজাদী সেব্রিনা দীর্ঘ দিন থেকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button