জাতীয়
অর্ধশত ইউপিতে আজ ভোট
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশের অর্ধশতাধিক ইউনিয়ন পরিষদ ও পাঁচটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইভিএমে ভোটগ্রহণ হবে।
পাঁচটি পৌরসভা হলো, রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া।
এছাড়া ৪৭টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৩৪টিতে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।
ইতোমধ্যে ভোট গ্রহণকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।