জাতীয়মজার

মেট্রোরেল স্টেশনে দীপু মনির সেলফি

যানজটের নগরী ঢাকায় বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার পর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।

প্রথম ট্রেনের নির্ধারিত যাত্রীদের মধ্যে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী, তিনজন উপমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ সদস্য, ঢাকা মহানগরের ১২টি আসনের সংসদ সদস্য, সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র।

এদের মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মেট্রোরেলের উদ্বোধনের পর নিজের ফেসবুক ওয়ালে নিজের তোলা কয়েকটি সেলফি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে দীপু মনি লিখেছেন, মেট্রোরেলে ওঠার জন্য প্রস্তুত!

পরে আরেকটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, উদ্বোধন হলো মেট্রোরেলের!!! অভিনন্দন, অভিবাদন, কৃতজ্ঞতা ও ভালোবাসা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা!!!

Related Articles

Leave a Reply

Back to top button