খেলা

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাসে সেরা স্থানে লিটন দাস

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলি, জনি বেয়ারস্টোকে পেছনে ফেলেছেন বাংলাদেশের লিটন দাস। টেস্ট র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা ১২তম অবস্থানে উঠেছেন তিনি। বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে তার চেয়ে ভালো র‌্যাঙ্কিং কেউ করতে পারেননি।
লিটন দাস ভারতের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে তেমন সুবিধা করতে পারেননি। প্রথম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ২৪ ও ১৯ রান করেন তিনি। ঢাকা টেস্টে ফিরে প্রথম ইনিংসে ২৫ রান করে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের ইনিংস খেলেন।
তার ওই ইনিংসের কারণেই ভারতের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করে বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় সম্ভব না হলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দেশের অন্যতম সেরা এই ব্যাটারের। এর আগে যৌথভাবে ১৪তম অবস্থানে ছিলেন এক পঞ্জিকাবর্ষে সব মিলিয়ে প্রায় দুই হাজার রান করা লিটন।

Related Articles

Leave a Reply

Back to top button