এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ২৩৯ জনকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় বুস্টার বা চতুর্থ ডোজ টিকা দেওয়া হয়েছে।
প্রাথমিক অবস্থায় সাতটি সেন্টারে ষাটোর্ধ্ব ব্যক্তি, গর্ভবতী নারী, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং ফ্রন্ট লাইনারদের এই টিকা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ২২ হাজার ৭৮৩ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৮৫৭ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩২ হাজার ৬১৮ জনকে। আর দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৯৩১ জনকে।
দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।