আন্তর্জাতিক
আফগানিস্তানে এনজিওতে নারীদের চাকরি নিষিদ্ধ
এবার আফগানিস্তানে এনজিওতে নারীদের চাকরি নিষিদ্ধ করল তালেবান প্রশাসন। এর আগে বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনা নিষিদ্ধ করা হয়। খবর: রয়টার্স।
জানা গেছে, এনজিওকর্মীরা হিজাব মানতে ব্যর্থ হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে। নিষেধাজ্ঞা না মানলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে স্থানীয় ও বিদেশি সব বেসরকারি সংস্থাকে (এনজিও) নারী কর্মীদের কাজে আসা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খবর: বিবিসির।
আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল রহমান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীরা কাজে যোগ দিতে পারবেন না।