খেলা

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

অধিকৃত পশ্চিম তীরে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহত ওই ফুটবলারের নাম আহমেদ দারাগমেহ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরায়েলি বাহিনী।

ওই সময় ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফুটবলার আহমেদ দারাগমেহ গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত ফুটবলার দারাগমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন। ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দারাগমেহ ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button