ইরানে সরকারবিরোধী আন্দোলনে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেপ্তার
সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভে উসকানির অভিযোগে অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ্ আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, মাশা আমিনির মৃত্যুর জেরে ইরানজুড়ে চলা বিক্ষোভের জেরে গ্রেপ্তার হওয়া এক আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় আলিদস্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন সম্প্রতি। এতে সরকার তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করে।
ওই পোস্টে তারানেহ আলিদস্তি লিখেছেন, তার নাম মোহাসেন সেকারি। যেসব আন্তর্জাতিক সংগঠন এই ধরণের রক্তপাত দেখছে এবং কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা মানবতার প্রতি লজ্জা। যদিও শনিবার এই পোস্ট আর দেখা যায়নি।
ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে বলেছে, সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে সংহতি জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট দেওয়ার সপ্তাহখানেক পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগেও সরকারের একটি ঘটনায় প্রতিবাদ করায় তারানেহ আলিদস্তির ৫ মাসের কারাদণ্ড হয়েছিল। ২০২০ সালে হেডস্কার্ফ খোলার অভিযোগে একজন নারীকে লাঞ্ছিত করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদ করায় তার এ শাস্তির সম্মুখিন হতে হয়।
৩৮ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা গিয়েছিলো ‘দ্য সেল্স্ম্যান’ ছবিতে। ২০১৬ সালে ছবিটি অস্কার পায়। এছাড়া ইরানের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আলিদুস্তি।