অবশেষে চাঁদের উদ্দেশে নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণ
কয়েকবার ব্যর্থতার পর অবশেষে চাঁদের উদ্দেশে আর্টেমিস-১ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
আজ বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে ঐতিহাসিক এ মিশনটির যাত্রা শুরু হয়। চাঁদে ফের মানুষ পাঠানোর অংশ হিসেবেই এই রকেট উৎক্ষেপণ করেছে নাসা।
এর আগে, সেপ্টেম্বরের শুরু দিকে নাসার আর্টেমিস-১ উৎক্ষেপণের চেষ্টা বাতিল করা হয়। তখন এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মহাকাশে রকেটটি পাঠাতে ব্যর্থ হয়েছিল সংস্থাটি। সে সময় বলা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে এমন ঘটনা ঘটছে।
কিন্তু অতীতের সব জল্পনা উড়িয়ে দিয়ে এবার চাঁদের উদ্দেশ্য ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হলো।
যদি দুই থেকে তিন সপ্তাহ এটির কার্যক্রম ঠিক থাকে তাহলে কোনো ক্রুবিহীন এই যানটি চাঁদের চারপাশের বিস্তৃত কক্ষপথে সঠিকভাবে অবতরণ করবে।
বুধবার মহাকাশ সংস্থাটি এক টুইট বার্তায় জানায়, উৎক্ষেপণটি স্পেস এজেন্সির নতুন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আর্টেমিসের সূচনাকে প্রদর্শন করেছে। আমরা এখন লক্ষ্যে যাচ্ছি। খবর: বিবিসি