আন্তর্জাতিক

করপোরেট করারোপে সম্মত জি-২০ নেতারা

বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অন্তত ১৫ শতাংশ করপোরেট কর আদায়ের বিষয়ে একমত হয়েছেন বিশ্বের ক্ষমতাধর দেশের নেতারা । ইতালির রোমে জি-২০ জোটের সম্মেলনে এ সম্মতি মিলেছে সবার। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও কোভিড মহামারি বিষয়ক আলোচনাও প্রাধান্য পায় এবারের সম্মেলনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে এ করারোপের প্রস্তাব আনে। ২০২৩ সাল থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। ফলে পৃথিবীর সব দেশে বড় বড় কোম্পানিগুলো ন্যূনতম ১৫ শতাংশ কর দিতে বাধ্য হবে।

জি-২০ সম্মেলনের পরই যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দেবেন বিশ্বনেতারা। এ কারণে চলমান জি-২০ সম্মেলনকে জলবায়ু ইস্যুতেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এবারের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। সশরীরে অংশ নেননি জাপানের প্রধানমন্ত্রীও। এ ছাড়া সব দেশের নেতারা সশরীরে ইতালির রোমে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button