সাহিত্য ও বিনোদন

শুভ জন্মদিন নগরবাউল জেমস

আজ রকস্টার ও নগরবাউলখ্যাত ফারুক মাহফুজ আনাম জেমসের জন্মদিন। ১৯৬৪ সালের ২ অক্টেবর জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী।

জেমসের জন্ম নওগাঁয় পত্নীতলায়। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। জেমস নামটি রেখেছিলেন তার বাবা ড. মোজাম্মেল হক।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও জেমস প্রমাণ দিয়েছেন নিজের জাত প্রতিভার। যতোই দিন যাচ্ছে ততোই তার জনপ্রিয়তা বাড়ছে।

জেমসের প্রকাশিত প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। তার একক অ্যালবামের সংখ্যা মোট ৮টি।

পত্নীতলায়

জেমসের ব্যান্ড (ফিলিংস ও নগরবাউল) থেকে প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে- ‘স্টেশন রোড’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’ ও ‘দুষ্ট ছেলের দল’। তার একক কণ্ঠের অ্যালবামের মধ্যে রয়েছে- ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’ ইত্যাদি।

বলিউডে গাওয়া জেমসের গানের মধ্যে রয়েছে ‘ভিগি ভিগি (গ্যাংস্টার)’, ‘চল চলে (ও লামহে)’, ‘আলবিদা (রিপ্রাইস)’, ‘রিশতে (লাইফ ইন এ মেন্ট্রো)’, ‘বেবাসি (ওয়ার্নিং থ্রিডি)’।

সংগীতে অবদানের জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’সহ দেশ-বিদেশের আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন জেমস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button