আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা চলছে

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত সিনেটে এগিয়ে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টি। ১০০টি আসনের ৩৫টিতে ভোট অনুষ্ঠিত হয়েছিল। তবে, প্রতিনিধি পরিষদ আবারও দখল নিতে যাচ্ছে রিপাবলিকানরা। গণনায় সেটি স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। খবর বার্তা সংস্থা এপির।
সবশেষ হিসাব অনুসারে, ৪৩৫ আসনের নিম্নকক্ষের ৮৬টিতে এগিয়ে বিরোধীরা। এরইমধ্যে ফ্লোরিডার গভর্নর পদে জয়ী ঘোষণা করা হয়েছে রিপাবলিকান প্রার্থী ডি সান্তিসকে। সিনেট আসনও হাতছাড়া করেননি মার্কো রুবিও। অ্যারিজোনা ও উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতেও গণনা শেষ পর্যায়ে। সেখানেও বড় ভোটের ব্যবধানে এগিয়ে রিপাবলিকান প্রার্থীরা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রজুড়ে চলছে মধ্যবর্তী নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছরের মাথায় অনুষ্ঠিত হয় এই নির্বাচন। কংগ্রেসের নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং সিনেটের এক-তৃতীয়াংশ বা ৩৫টি আসনে ভোট হচ্ছে। এছাড়া ভোটাভুটি চলছে ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর পদেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button