টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
তৃতীয় ম্যাচে এসে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
শ্রীলঙ্কারও এটি তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচের একটিতে (আয়ারল্যান্ড) জিতেছে লঙ্কানরা, অন্যটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা। আজ তৃতীয় ম্যাচে লঙ্কানদের জন্য বাঁচা-মরার লড়াই। জিততে পারলে সেমির সম্ভাবনা টিকে থাকবে। হারলে সেমির সম্ভাবনা শেষ হয়ে যাবে।
নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন বলেন, ‘উইকেটটা দারুণ দেখাচ্ছে। এর আগেও এখানে খেলেছি। সুতরাং, আমরা চাই স্কোরবোর্ডে কিছু রান তুলতে এবং সেটাকে রক্ষা করতে। একটি পরিবর্তন নিয়ে খেলছে নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানের পরিবর্তে নেয়া হয়েছে ড্যারিল মিচেলকে।’
শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকাও চেয়েছিলেন প্রথমে ব্যাট করতে। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমরাও চেয়েছিলাম প্রথমে ব্যাট করতে। তবে এখন তো আর কিছুই করার নেই। আমরা ভালো রান তাড়া করতে পারি। সুতরাং, আমরা আত্মবিশ্বাসী। একটি পরিবর্তন আনা হয়েছে দলে। বিনুরা ফার্নান্দো ইনজুরির কারণে একাদশে নেই। তার পরিবর্তে এসেছেন কাসুন রাজিথা।’