বাস্তব ‘‘মোগলি’’ চরিত্র থেকেই সৃষ্টি ‘দি জাঙ্গল বুক’
মোগলি চরিত্রটির সাথে ছোটো বড় সবাই বেশ পরিচিত। যেখানে একদল নেকড়ের সাথে বসবাস করতো জঙ্গলের ছোট্টো শিশুটি। বলছি, ‘‘দি জাঙ্গল বুক’’ এর কাহিনী মোগলির কথা। যাকে ঘিরে বই, সিনেমা, কার্টুন এবং গেম এ্যাপসও সৃষ্টি হয়েছে। অনেকেই হয়তো জানেননা, এই মোগলি চরিত্রটি বাস্তব। ভারতের এক জঙ্গলে যারা দেখা মিলেছিলো একদল নেকড়ের সঙ্গে। তার বাস্তব নাম ‘দিনা সানিচর’ । নিউজ নাউ বাংলার শুক্রবারের বিশেষ আয়োজনে আজ থাকছে, বাস্তব সেই ‘‘মোগলী’’র গল্প।
ছোটদের কার্টুন বা গেমসের মধ্যে প্রিয় কিছু চরিত্রের একটি নাম হচ্ছে মোগলি। ব্রিটিশ ঔপন্যাসিক রুডইয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত উপন্যাস ‘দি জাঙ্গল বুক’ এ যার কাহিনী প্রথম প্রকাশিত হয়। বন্যপশুদের মাঝে এক মানবসন্তানের বেড়ে ওঠার গল্প। পশুদের মতোই আচার-আচরণ, ঝাঁকরা বড় চুল। পরনে পেঁচানো লতাপাতা। বনের পশুপাখিদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এক কিশোর। হিংস্র পশুদের সঙ্গেই তার বসবাস।
মজার বিষয় হচ্ছে বাস্তবে এমন এক মোগলির দেখা মিলেছিল ভারতে। যাকে নেকড়ের কাছ থেকে উদ্ধারও করেছিল শিকারিরা। ১৮৭৩ সালে ভারতের উত্তর প্রদেশের বুলন্দ শহরের একটি জঙ্গলে একদল নেকড়ের সঙ্গে তাকে দেখতে পায় শিকারিরা।
শিকারিদের দাবি ছিল, শিশু দিনা সানিচর নেকড়ের দলে মিশে তাদের মতোই চার হাত-পায়ে হাঁটাচলা করত। নেকড়ের দলে মানুষের শিশু দেখে তাকে উদ্ধারে আগ্রহী হয়ে ওঠে শিকারিরা। কিন্তু নেকড়ের দলের সঙ্গে যুদ্ধ করে তাকে ছিনিয়ে আনা খুব সহজ কাজ ছিল না। তাই শিকারিরা বুদ্ধি করে গুহায় আগুন ধরিয়ে দেয়। আগুনের ভয়ে পালিয়ে যায় নেকড়ের দল। উদ্ধার করা হয় মানব শিশু ।
বাস্তবের সেই মোগলিকে উদ্ধারের পর পাঠানো হয় আগরার একটি অনাথ আশ্রমে। সেই অনাথ আশ্রমেই ওই মানবশিশুর নামকরণ হয় দিনা সানিচর। ওই অনাথ আশ্রমই হয়ে ওঠে তার বাসস্থান। তবে নেকড়ের দলে বেড়ে ওঠা শিশুটিকে মানুষের আদবকায়দা শেখাতে বেশ বেগ পোহাতে হয়। পোশাক পরতে চাইত না সে; ভাষাও বুঝতে চাইত না। এমনকি হাড়ে ঘষে দাঁতে ধার দিতে থাকত। মাংসই ছিল তার একমাত্র খাবার।
ওয়েন ডেনিস নামে এক শিশু মনোবিদ দিনাকে নিয়ে গবেষণা করেন। ১৯৪১ সালে আমেরিকান জার্নাল অব সাইকোলজি-তে তিনি লিখেছিলেন যে, মানুষের সংস্পর্শে কোনও দিনই আসেনি দিনা। শুধু তাই-ই নয়, শীত, গ্রীষ্ম কোনও কিছুই তাঁর শরীরে প্রভাব পড়ত না।
১৮৯৪ সালে প্রকাশিত হয়েছিল রুডইয়ার্ড কিপলিং-এর ‘দি জাঙ্গল বুক’। সেখানে ‘‘মোগলি’’ চরিত্রটি হুবহু দিনা সানিচরের হলেও, কাহিনী লেখকের নিজস্ব সৃষ্টি। কারন দিনাকে যখন জঙ্গলে পাওয়া যায়, তখন তার বয়স ছিলো মাত্র ৬ বছর। সে কিভাবে সেই জঙ্গলে গেলো। তার পরিবারকে কিভাবে হারালো, সেই বাস্তব গল্প দিনা নিজেই জানতেন না। সে মানুষের মতো বলতেও পারতোনা।
‘‘দি জাঙ্গল বুক’’ প্রকাশের এক বছর পরইম ১৮৯৫ সালে মাত্র ৩৪ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান বাস্তবের মোগলি দিনা সানিচর। মৃত্যুর আগে তিনি মানুষের অনেক আদবকায়দা শিখেছিলেন।
‘‘দি জাঙ্গল বুক’’ গল্পের পটভূমিও রচিত হয়েছিল ভারতের জঙ্গলে। লেখক রুডইয়ার্ড কিপলিং-এর জন্মও ভারতে। তিনি জীবনের প্রথম ছয় বছর ভারতেই ছিলেন। এরপর ইংল্যান্ডে প্রায় দশ বছর অবস্থান শেষে পুনরায় ভারতে ফিরে আসেন। পরবর্তীতে প্রায় পঁয়ষট্টি বছর ভারতেই কাজ করেন কিপলিং। আর বাস্তবের দিনা সানিচরও ভারতেই মিলে। তবে উত্তরপ্রদেশের সেই বালকের সঙ্গে মোগলি চরিত্রটির কোনো প্রত্যক্ষ যোগাযোগের কথা লেখক রুডইয়ার্ড কিপলিং কোথাও উল্লেখ করেননি।
[ বিদেশি পত্রিকা থেকে সংগৃহিত তথ্য ]ফারহানা নীলা
সিনিয়র রিপোর্টার
নিউজ নাউ বাংলা.কম