আন্তর্জাতিক
ইরানে মাজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫
ইরানে শিয়া ধর্মাবলম্বীদের পবিত্র স্থান শাহ চেরাগ মাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন।
স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) বিকেলে দেশটির সিরাজ প্রদেশে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় এই হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে এই হামলা হয়। হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার পথে দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় আরেকজনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।
উল্লেখ্য,এর আগে দেশটিতে সর্বশেষ ২০০৮ সালে একটি মসজিদে বসানো বোমায় ১৪ জন নিহত হয়েছিল।