জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং: ৩০ জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকার ১৩টি স্থানসহ সারা দেশের ৩০টি স্থানে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৪ অক্টোবর) রাতে ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সতর্ক আছে। উপকূলীয় এলাকার ফায়ার স্টেশনগুলোয় স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়েছে। খোলা হয়েছে ‘ঘূর্ণিঝড় সিত্রাং মনিটরিং সেল।’

এখন পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৩টি স্থানসহ সারা দেশে প্রায় ৩০টি স্থানে ঝড়ে ভেঙে পড়া গাছ ফায়ার সার্ভিসের সদস্যরা অপসারণ করছেন। বরিশাল সদর ফায়ার স্টেশন একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘূর্ণিঝড়-সংক্রান্ত সাহায্যের জন্য মনিটরিং সেলের নম্বরগুলো হলো, হটলাইন: ১৬১৬৩, টেলিফোন: ০২-২২৩৩৫৫৫৫৫, মোবাইল: ০১৭৩০-৩৩৬৬৯৯।

এ ছাড়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ সব বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বরগুলোও সচল আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button