জাতীয়

উপকূলীয় জেলা থেকে ২ লাখ ১৯ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে

দেশের ১৫টি উপকুলীয় জেলা থেকে আজ বিকেল ৫টা পর্যন্ত ২লাখ ১৯ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তরা বলেছেন, মঙ্গলবার ভোরে বাংলাদেশের উপকুলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন,‘ আজ বিকেল ৫টা পর্যন্ত উকূপলীয় ১৫ জেলার প্রায় ২লাখ ১৯ হাজার ৯শ’ ৯০ জনকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।’

ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এম. মনিরুজ্জামান আরো জানিয়েছেন, হতাহতের সংখ্যা কমিয়ে আনতে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, ‘আমরা ৬ হাজার ৯শ’ ২৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি।’ সূত্র: বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button