গণমাধ্যমজাতীয়

সাগর-রুনী হত্যা: প্রধান বিচারপতিকে ডিআরইউর স্মারকলিপি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য, মাছরাঙা টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বরাবর স্মারকলিপি দিয়েছে ডিআরইউ।

রোববার দুপুরে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর কাছে এই স্মারকলিপি দেয়া হয়েছে।

এ সময় ডিআরইউর সহ-সভাপতি মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, এবং কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ, মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ উপিস্থিত ছিলেন।

এছাড়া ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করি প্রধান বিচারপতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে গোটা সাংবাদিক সমাজকে আশ্বস্ত করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button