জাতীয়ফিচাররাজনীতি

বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জন্মদিন আজ

আজ শনিবার ২২ অক্টোবর শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ৬৯-এ পূর্ব বাংলার অবিসংবাদিত ছাত্রনেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের ৮০ তম জন্মদিন।

এ বছরর ৩০ আগস্ট, নিউজ নাউ বাংলা ও জাগরণ টিভির উদ্যোগে শোক দিবস উপলক্ষে ” দায়িত্বশীল সাংবাদিকতা ও বঙ্গবন্ধুর নির্দেশণা” শীর্ষক আলোচনা ছিল। প্রধান আলোচক ছিলেন, বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ। শারীরিক অসুস্থ্যতা আর অনুষ্ঠানের নির্ধারিত সময়ের সাথে মিলিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে পারেন নি তোফায়েল আহমেদ। তাঁর বাসভবনে গিয়ে নিউজ নাউ বাংলা’ কথা হয় বঙ্গবন্ধু, রাজনীতি আর গণমাধ্যমসহ নানা প্রসঙ্গে।

নিউজ নাউ বাংলার সঙ্গে আলাপকালে, এ বষীয়ান নেতা বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনের পুরোটা জুড়েই ছিল বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখেই কাজ করা৷

আপামর জনগণের জন্য সবসময় ভালো কিছু করার তাগিদ থেকে নিজের অসুস্থতাকে তুচ্ছ করে ছুটে বেড়িয়েছেন দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে।

নিজের জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত দেশের জন্য, দেশের মানুষের জন্য সেসঙ্গে আওয়ামী লীগের হয়ে কাজ করে যেতে চান বলে জানান তিনি।

জন্মদিনে নিউজ নাউ বাংলার পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা। নিচে তুলে ধরা হলো তাঁর বর্ণাঢ্য জীবনের কিছু অংশ।

জন্মস্থান:
গণঅভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আজহার আলী ও মা ফাতেমা খানম।

পরিবার:
তার স্ত্রী আনোয়ারা বেগম এবং তাদের একমাত্র কন্যা তাসলিমা আহমেদ জামান (মুন্নী)।

ছাত্র জীবন:
কলেজ জীবনেই সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হন তোফায়েল আহমেদ এবং ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন তিনি। ওই সময় ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠন করে বঙ্গবন্ধুর ৬ দফা কর্মসূচিকে ১১ দফায় অন্তর্ভুক্ত করে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেন। এই গণঅভ্যুত্থানে পাকিস্তানি স্বৈরশাসক ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি ৩৩ মাস কারাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ‘আগরতলা মামলা’য় আটক সব রাজবন্দিকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভার সভাপতি হিসেবে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতিতে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন। ১৯৬৯ সালে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি।

১৯৭০ সালে বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগে যোগ দিয়ে বঙ্গবন্ধুর সহচর্যে আসেন তোফায়েল আহমেদ। সত্তরের ঐতিহাসিক নির্বাচনে ভোলার দৌলতখান-তজুমদ্দিন-মনপুরা আসন থেকে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

মহান মুক্তিযুদ্ধে অবদান


একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক এবং ‘মুজিব বাহিনী’র অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন ছিলেন তিনি। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ গণপরিষদ’ ও ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের অন্যতম সংগঠক ছিলেন তোফায়েল আহমেদ।

কর্মজীবন

দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ স্বাধীন দেশে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ সালের মর্মন্তুদ ঘটনার পর করেছেন কারাবরণ। সাংগঠনিক সম্পাদক, প্রেসিডিয়াম সদস্যসহ দলীয় বিভিন্ন পদে কাজ করেছেন। নিজ জেলা ভোলা থেকে আটবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মন্ত্রিসভায়ও।

প্রত্যাশা

দেশের মানুষের জন্য জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে কাজ করে যাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button