খালেদা জিয়ার গ্যাটকো মামলায় চার্জ শুনানি ২৯ জানুয়ারি
বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জগঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী বছর ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল।
কিন্তু এদিন খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং চার্জশুনানির জন্য আইনজীবীদের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সময় আবেদন করা হয়।
আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জশুনানির এ তারিখ ঠিক করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এ তথ্য জানান।
গত ১৭ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি শেষ হয়েছে। ওইদিন দুদকের পক্ষে চার্জশুনানি করেন প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। এরপর ২৪ জুলাই মামলার তিন আসামি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ ও বন্দরের সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেনের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদনের বিষয়ে শুনানি করেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।