জাতীয়

সুষ্ঠু নির্বাচনের পথে বাধা অস্থিতিশীল পরিবেশ: পিটার হাস

সুষ্ঠু নির্বাচনের পথে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুশলানে মিট দ্যা অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের পরিবেশ নিশ্চিতের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনের একার নয়। সরকার ও রাজনৈতিক দলের দায়িত্ব আছে।
অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন পিটার হাস। বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দলকে সমর্থন করেন। তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।
সংসদ নির্বাচনের আগে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উদ্বেগজনক বলে মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যা ও গুম ইস্যুতে আশানুরূপ উন্নতি করতে পারেনি বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button