জাতীয় প্রেস ক্লাবের ৩৫০ জন স্থায়ী সদস্যদের স্বাক্ষরসহ প্রেস ক্লাবের সামনে মেট্রোরেল ষ্টেশনটি ‘জাতীয় প্রেস ক্লাব মেট্রোরেল ষ্টেশন’ নামকরণের দাবীতে একটি স্মারকলিপি আজ বুধবার ২৮ সেপ্টেম্বর’২২ মাননীয় সড়ক ও সেতু মন্ত্রীর কাছে তাঁর মন্ত্রণালয়ের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্মারকলিপির অনুলিপি মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এর কাছে প্রদান করা হয়।
এতে বলা হয় – “জাতীয় প্রেস ক্লাব একটি ঐতিহ্যের প্রতীক। ভাষা আন্দোলন, বাঙালী জাতির স্বাধীকার আন্দোলন, সাম্প্রদায়ীক দাঙ্গা বিরোধী আন্দোলনে অভিন্ন সম্পাদকীয় “বাংলাদেশ রুখিয়া দাড়াও” প্রকাশ এবং সর্বশেষ ১৯৭১ সালে সদস্যদের আত্মহুতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিরোচিত ভূমিকা রেখে “জাতীয় প্রেস ক্লাব” ইতিহাসের অংশ হিসেবে বিদ্যমান। একাত্তুরে ২৫ মার্চের রাতে পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমনের অন্যতম শিকার হয়েছিল জাতীয় প্রেসক্লাব। এই জাতীয় প্রতিষ্ঠানটি শুধু সাংবাদিকদেরই জাতীয় প্রতিষ্ঠান নয়, এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিভিন্ন সময় ও মেয়াদের রাষ্ট্রপতিগণ, সরকার প্রধানসহ জাতীয় নেতৃবৃন্দ, দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী নেতৃবৃন্দসহ সকল স্তরের আলোচিত ব্যক্তিদের কর্মময় স্মৃতি এই প্রেস ক্লাব ধারন করছে। দেশ ভাগের পর-পরই প্রেস ক্লাব প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয় অতপরঃ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার উষালগ্নেই জাতির পিতা, জাতীয় প্রেস ক্লাবের বর্তমানের জায়গাটি বরাদ্ধ দিয়েছেলেন। এই প্রেস ক্লাবকে ঘিরেই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্রের মুক্তির সংগ্রাম বেগবান হয়। সারা দেশের মানুষের কাছে তাই “জাতীয় প্রেস ক্লাব” শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি মর্যাদাপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান। রাজধানী ঢাকায় মেট্রোরেল স্থাপনের উদ্যোগ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক যুগান্তকারী পরিকল্পনা, এই প্রয়াশকে আমরা স্বাগত জানাই। জাতীয় প্রেস ক্লাবের সামনের প্রধান ফটক সংলগ্নাংশ জুড়ে মেট্রোরেল ষ্টেশন স্থাপিত হচ্ছে। এই ষ্টেশনের অবস্থান- ষ্টেশন থেকে মন্ত্রণালয় ও অন্যান্য স্থাপনার দূরত্ব, বাক স্বাধীনতা প্রকাশের বাতিঘর হিসেবে জাতীয় প্রেস ক্লাবের গুরুত্ব ও সার্বীক বিষয় বিবেচনায় রেখে যৌক্তিকভাবে জাতীয় প্রেস ক্লাব মেট্রোরেল ষ্টেশনের নামকরণের প্রয়োজনীয়ত রয়েছে। স্থায়ী সদস্যদের পক্ষ্য বিবৃতি দাতারা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সম্প্রতি আমরা জানতে পেরেছি জাতীয় প্রেস ক্লাবের সামনের মেট্রোরেল ষ্টেশনকে সচিবালয় ষ্টেশন নামে নামকরণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই- এই ধরনের হটকারী সিদ্ধান্ত এদেশের সাংবাদিক সমাজ কখনো মেনে নেয়নি; ভবিষ্যতেও তা মেনে নেবে না। প্রায় পক্ষকাল ব্যাপী মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মচারীদের দেওয়া ‘সচিবালয় ষ্টেশন’ নামক ভুয়া নামকরণের বিরুদ্ধে আমরা সোস্যাল মিডিয়ায় এক জাতীয়তাবাদী বৈপ্লবিক চেতনায় উৎজীবিত তরুন সাংবাদিক সমাজ ‘জাতীয় প্রেস ক্লাব মেট্রোরেল ষ্ট্রেশন’ নামকরণের দাবীতে অনড় অবস্থানে রয়েছি। ইতিমধ্যেই উপরেল্লেখিত দাবীর পক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও নবীন প্রবীনদের সমন্বয়ে জাতীয় প্রেস ক্লাবের ০৩ শত ৫০ জন স্থায়ী সদস্য সাংবাদিক ‘জাতীয় প্রেস ক্লাব মেট্রোরেল ষ্টেশন’ নামকরণের দাবীতে স্বাক্ষর প্রদান করেছেন। মন্ত্রণালয়ের অবস্থান ঃ মুক্তাঙ্গন ও ঢাকা জিপিও’র সম্পূর্ণ উল্টো দিকে পশ্চিম পাশে^র রাস্তা সংলগ্ন এবং উসমানী উদ্দ্যানের বিপরীতে (উত্তর পাশে) আব্দুল গণি রোড সংলগ্নাংশ জুড়ে; মন্ত্রালয়ের প্রধান ফটকসহ সার্বক্ষণিক যাতায়াত ব্যবস্থা দৃশ্যমান ও বিদ্যমান। এদিকে মেট্রো ষ্ট্রেশনের যেখানে অবস্থান, মন্ত্রণালয়ের হাফ কিলোমিটার পেছন দিকে; দৃশ্যত প্রেস ক্লাবের সম্মুখের টেনিশ কোর্টের বহিরাংশ সংলগ্ন ও প্রধান ফটকসহ পঁচাত্তর শতাংশ জায়গা আড়াল করে ঢেকে দিয়েছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের সেকেন্ড হোম খ্যাত পৌনে একশত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘জাতীয় প্রেস ক্লাবের বাহ্যিক সৌন্দর্য। ষ্টেশনের আড়ালেতো মন্ত্রণালয় পড়েনি, মন্ত্রণালয়ের কোনো সৌন্দর্যহানীও হয়নি। ঢেকে গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্পূর্ণ অংশ।
এতদসত্ত্বেও আমরা মনে করি, সাংবাদিক পরিবার ভুক্ত এই সরকার মেট্রোরেলে সহনীয় ভাড়া নির্ধারণ করবে। একই সাথে বাঙালী জাতীয়তাবাদের প্রতীক, সাংবাদিক সমাজের সেকেন্ড হোম খ্যাত ও মর্যাদার প্রশ্নে প্রেস ক্লাবের সামনের মেট্রোরেল ষ্ট্রেশনকে ‘জাতীয় প্রেস ক্লাব মেট্রোরের ষ্টেশন’ নামকরণের দাবী সম্মলিত প্রস্তাব বাস্তবায়ন করার প্রয়োজনীয় নির্দেশ ও ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধীত করবেন। ”