পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৬ সেনা সদস্যের
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন।
সামরিক সূত্রের বরাত দিয়ে সোমবার (২৬ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানা গেছে, রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের খোস্তের শহরের কাছে। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, বিবৃতিতে সে বিষয়ে কিছু বলা হয়নি।
বলা হয়, নিহত ছয়জনের মধ্যে এদের মধ্যে দুই মেজর রয়েছেন। তারা পাইলট ছিলেন।’
নিহত দুই মেজর হলেন অ্যাটকের বাসিন্দা মেজর খুররম শাহজাদ (৩৯), রাওয়ালপিন্ডির বাসিন্দা মেজর মুহাম্মদ মুনিব আফজাল (৩০)।
নিহত অন্য চারজন হলেন, কারাকের সাবির আবাদ গ্রামের বাসিন্দা সুবেদার আব্দুল ওয়াহিদ (৪৪), খানেওয়ালের মখদুমপুরের বাসিন্দা সিপাহী মুহাম্মদ ইমরান (২৭),গুজরাটের ভুট্টা গ্রামের বাসিন্দা নায়েক জলিল (৩০) এবং অ্যাটকের খাতারফট্টি গ্রামের বাসিন্দা সিপাহী শোয়েব (৩৫)।