পঞ্চগড়ে করোতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জন
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পঞ্চগড় ও দিনাজপুর জেলার করতোয়া এবং আত্রাই নদীর বিভিন্ন স্থান থেকে আজ আরও ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এ ঘটনায় এখনো অন্তত ২৯ জন নিখোঁজ রয়েছেন।
বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান- আজ আরো ২৬ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন গতকাল রাত ১০.৩০ মিনিটে আউলিয়ার ঘাটের করতোয়া নদী পরিদর্শন করেছেন এবং উপস্থিত লোকজনদের সাথে কথা বলেছেন। মন্ত্রী এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তাদেরকে ধৈর্য্য ধরার আহ্বান জানান।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের সংকারের জন্য ২০ হাজার টাকা ও আহতের ১০ হাজার টাকা প্রদান করেছেন। যাদের পরিচয় পাওয়া গেছে তাদের লাশগুলো পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে মর্মে জেলা প্রশাসক জানান ।
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।