চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ পুরস্কার দেবেন সালাম মুর্শেদী
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী নারী দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
বুধবার সংবাদ মাধ্যমকে আব্দুস সালাম মুর্শেদী বলেন, নারী দলের এই বিজয়ে সারা দেশ আজ উজ্জীবিত। দেশে ফিরে তারা মানুষের ভালোবাসায় সিক্ত। সাবিনাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা দেখে আমার সহধর্মীনি (শারমিন সালাম) এনভয় গ্রুপের চেয়ারম্যান তিনি খুবই খুশি হয়েছেন। তিনি এই নারী দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
বাফুফের আরেক সহসভাপতি আতাউর রহমান নারী দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান। সেখানেই চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন।
আতাউর রহমান বলেন, মেয়েদের এই সাফল্য পুরো দেশকে গর্বিত করেছে, আমাদের গর্বিত করেছে। তাদের এই সাফল্যে আমি খুব খুশি। আমি আমার প্রতিষ্ঠান তমা গ্রুপের পক্ষ থেকে মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম।
এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন।