আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভ অব্যাহত, বাড়ল নিহতের সংখ্যা

ইরানে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে পাঁচদিন ধরে চলা হিজাব বিরোধী বিক্ষোভে, এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর: বিবিসির।

মঙ্গলবার জানা যায় বিক্ষোভে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার আরও দুইজনের মৃত্যুর কথা জানা যায়।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে কুর্দি তরুণি মাসা আমিনি নিহত হওয়ার প্রতিবাদে ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন নারীরা।

হিজাব না পরায় ১৩ সেপ্টেম্বর মাসা আমিনিকে গ্রেফতার করে ইরানের নৈতিকতা পুলিশ। এরপর তিনি অসুস্থ হয়ে তিন দিন কোমায় থাকার পর ১৬ সেপ্টেম্বর মারা যান।

তার মৃত্যুর পরই ইরানের বিভিন্ন স্থানে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পরে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, মাসা আমিনি অসুস্থ ছিলেন। আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন তিনি। তাদের নির্যাতনে তার মৃত্যু হয়নি।

কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, মাসা আমিনিকে মারধর করা হয়েছে যার কারণে অসুস্থ হয়ে মারা গেছে সে।

Related Articles

Leave a Reply

Back to top button