করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এজন্য তার অসুস্থতাকালীন সিইসির দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম।
এতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল করোনায় আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতকালীন সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন আহসান হাবিব খান।
এর আগে, গত ১৩ সেপ্টেম্বর রাত থেকে জ্বরে আক্রান্ত হন কাজী হাবিবুল আউয়াল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার তার করোনা পজিটিভ আসে।