জাতীয়

জনগণের অকুণ্ঠ সমর্থনই আমার সম্বল: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, জগণের অকুণ্ঠ সমর্থনই আমার সম্বল। জনগণের ভালোবাসাই আমাকে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হতে সহায়তা করেছে। এই পদ আমাকে বেড়া-সাথিয়া এলাকার জনগণসহ সারা বাংলাদেশের জনগণের প্রতি আরও বেশি দায়বদ্ধ করেছে।

আজ বৃহস্পতিবার বেড়া সরকারী কলেজ মাঠে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর উন্নয়ন কাজে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে ও সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ দলটি জনগণের উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

এর আগে কাজিরহাট ফেরিঘাটে নব নির্বাচিত ডেপুটি স্পিকারকে ফুলেল শ্রদ্ধায় বরণ করে নেন কাজিরহাট স্থানীয় আওয়ামী-নেতৃবৃন্দসহ সর্বসস্তরের জনগণ।

আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে এবং মো: আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এম আসিফ শামস রঞ্জন। অনুষ্ঠানে বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button