একযুগ পর এক দম্পতির একসঙ্গে ৪ সন্তান
বিয়ের এক যুগ পর দিনাজপুরের শরিফুল ইসলাম ও মৌসুমী আক্তারের কোল আলো করে এসেছে এক সঙ্গে চারটি সন্তান।
বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে চারটি সন্তান প্রসব হয়। এর মধ্যে ৩টি ছেলে ও ১টি মেয়ে।
দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাণ্ডারা গ্রামের সরকারপাড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রী মৌসুমী আক্তার।
বর্তমানে হাসপাতালে চার নবজাতকসহ প্রসূতি সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসক।
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার চার সন্তানের পিতা শরিফুল ইসলাম জানায়, গত এক যুগ আগে বিয়ে হয় মৌসুমী আক্তারের সঙ্গে। এরপর অনেক চেষ্টা করেও সন্তান আসছিল না মৌসুমীর গর্ভে। বিয়ের চার বছর পর মৌসুমীর গর্ভে সন্তান আসলেও তা অকালেই গর্ভপাত হয়ে যায়। এই অবস্থায় প্রায় একযুগ সন্তানহীন ছিল শরিফুল-মৌসুমী দম্পতি। অবশেষে অনেক চিকিৎসা চালিয়ে মৌসুমীর গর্ভে সন্তান আসে।
গত ২০ আগস্ট প্রসব ব্যথা অনুভব করলে মৌসুমী বেগমকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসা নেয়ার পর বুধবার বেলা ১১টায় অস্ত্রোপচারের মাধ্যমে ৪টি সন্তান প্রসব হয়। চার সন্তানের মধ্যে ৩টি ছেলে ও একটি মেয়ে।
এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রী-রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান জানান, বর্তমানে হাসপাতালের গাইনি ১নং ওয়ার্ডের ৮নং বিছানায় চিকিৎসাধীন রয়েছে মৌসুমী বেগম।
তিনি জানান, চার নবজাতকসহ প্রসূতি মাতা বর্তমানে সুস্থ রয়েছেন। তবে চার নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দীর্ঘ একযুগ পর মৌসুমী-শরিফুল দম্পতির ঘরে সন্তান জন্ম নেয়ায় খুশী পরিবারের লোকজন। সূত্র: যুগান্তর।