খেলা

হঠাৎ টি-টোয়েন্টি দলে ফিরলেন মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নুরুল হাসান সোহানের ইনজুরির কারণে দলে ফিরেছেন রিয়াদ। আর মঙ্গলবার তৃতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়ায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান সোহান। তবে পূর্বের মতো সহ-অধিনায়কের আসনটি খালিই রাখা হয়।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোটের কারণে সফর থেকে ছিটকে গেছেন প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহান।

নুরুল হাসানের জায়গায় দলে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ওয়ানডে দলের সঙ্গে তিনি এখন জিম্বাবুয়েতেই আছেন।

সিরিজের প্রথম ম্যাচ ১৭ রানে হারের পর রোববার দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় সফরকারীরা। দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা আনে। সে হিসেবে মঙ্গলবার শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে। এই ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মোসাদ্দেক।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই এই অলরাউন্ডারের।

জিম্বাবুয়েতে চলতি সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ তারকাদের ছাড়া খেলছে বাংলাদেশ। প্রথম দুই টি-টোয়েন্টিতেও দারুণ ছন্দে আছেন লিটন দাস।

তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়া সোহান আজ সোমবার হারারে থেকে দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button