রাজধানীর স্কুলে শিশুদের করোনার টিকা দেওয়া হবে: স্বাস্থ্যের ডিজি
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম জানিয়েছেন, শিগগিরই ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভারাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম রাজধানীর কিছু বিদ্যালয়ে শুরু হবে।
সোমবার (১ আগস্ট) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবাপক্ষ পালন কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
খুরশিদ আলম বলেন, আমাদের কাছে এ মুহূর্তে যে পরিমাণ শিশুদের টিকা রয়েছে, তা দেশের সব শিশুকে দেওয়া সম্ভব নয়। প্রাথমিকভাবে ঢাকা শহরের একটি কেন্দ্রে টিকা দেওয়া শুরু করব।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশে ফিরলেই তার সঙ্গে আলাপ করে দিন ঠিক করা হবে বলেও জানান তিনি।
ঢাকার যেসব এলাকায় সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে, সেখানে আগে টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যের ডিজি।
তিনি বলেন, টিকার জন্য স্কুলগুলো রেজিস্ট্রেশন করে পরিমাণ জানালে আমরা স্কুলে গিয়ে টিকা দিয়ে আসব। একটি টিকাও নষ্ট হতে দিতে পারি না। আমাদের এ টিকার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা থাকবে।
এরইমধ্যে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছেছে। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় বাংলাদেশ এ টিকা পেয়েছে।