বিনোদনসাহিত্য ও বিনোদন

যতদিন বেঁচে আছি, বাচ্চাটাকে দেখাশোনা করব: বর্ষা

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশুকে আর্থিক সহায়তা করেছেন চিত্রনায়িকা বর্ষা। সেসঙ্গে তিনি জানিয়েছেন, শিশুটি যতদিন বেঁচে থাকবেন, তার খোঁজখবর রাখবেন।

শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ‘দিন দ্য ডে’-এর বিশেষ শো’তে সাংবাদিকদের এ কথা জানান বর্ষা।

এ চিত্রনায়িকা বলেন, ‘ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় গর্ভবতী মায়ের পেট ফেটে বাচ্চা বের হওয়ার খবরটি শুনে খুবই কষ্ট পেয়েছিলাম। মনে হচ্ছিল, বাচ্চাটি যেন আমারই। আমার যদি কোনো দিন মেয়ে হয় এমনি হবে।
বিষয়টি দেখার পর ময়মনসিংহের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে বাচ্চাটির খবর নিই। সে কেমন আছে, তার কোনো কিছু লাগবে কিনা তা জানতে পারি। ডিসি জানান, বাচ্চাটি ভালো আছে এবং বাচ্চাটির জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টও খুলেছেন তিনি। বাচ্চাটার ভালো চিকিৎসার জন্য তখন সহায়তা করি।’

সময় পেলেই শিশুটিকে দেখতে যাবেন জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘ নিউজে দেখলাম— বাচ্চাটাকে ঢাকার আজিমপুরে নিয়ে আসছে। আমি সেখানে যাব, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলব। যতদিন আমি বর্ষা বেঁচে আছি, বাচ্চাটাকে দেখাশোনা করব, দূর থেকেও হলেও।’

Related Articles

Leave a Reply

Back to top button