বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ফের সতর্কতা
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ ভ্রমণের বিষয়ে আবারও সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। খবর: সিএনএন
সোমবার (২৫ জুলাই) মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বাংলাদেশ সহ ছয়টি দেশের নাম তালিকায় ‘উচ্চ ঝূকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে।
দেশগুলো হলো, বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, এল সালভাদর, ফিজি, হন্ডুরাস ও পোল্যান্ড।
ভ্রমণকারীদের জন্য কোভিড-১৯ ঝুঁকি মূল্যায়নের জন্য সিডিসি তার রেটিং সিস্টেমকে সংশোধন করে। এপ্রিলে ঝুঁকি স্তরের দিক থেকে লেভেল-৩ শীর্ষস্থানীয়। গত ২৮ দিনে যেসব দেশে প্রতি এক লাখ বাসিন্দাদের মধ্যে ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, সেসব দেশকে লেভেল-৩ অর্থাৎ ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে৷
লেভেল-২ ও লেভেল-১ যথাক্রমে ‘মধ্যম’ ও ‘নিম্ন’ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
২৫ জুলাই পর্যন্ত লেভেল-৩ এ ১২০টিরও বেশি দেশ বা স্থান অন্তর্ভুক্ত রয়েছে। সিডিসির নিরীক্ষণ করা মোটামুটি ২৩৫টি স্থানের প্রায় অর্ধেকই লেভেল-৩ এর অন্তর্ভুক্ত।
২৫ জুলাই পর্যন্ত লেভেল-৩ এ তালিকাভুক্ত জনপ্রিয় ইউরোপীয় গন্তব্যগুলো হলো- ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিলে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরের বিষয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।