গণমাধ্যমজাতীয়

নারী সাংবাদিকদের সাইবার ঝুঁকি ও সুরক্ষার প্রশিক্ষণ দিলো সিটিও ফোরাম

সাইবার ঝুঁকি ও সুরক্ষা, সংবাদের তথ্য যাচাই এবং ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে নারী গণমাধ্যমকর্মীদের দিনব্যাপী কর্মশালা করেছে সিটিও ফোরাম বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর সফটওয়্যার পর্কে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন নারী সাংবাদিক কেন্দ্রের ২০ জন সদস্য।

দুই পর্বের কর্মশালায় প্রথম পর্বে জুমে সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। প্রথম পর্বে নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক নারী সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য ও সুরক্ষায় কী কী বিষয়ে নজর দেয়া উচিত সে বিষয়ে আলোকপাত করেন।

এসময় তিনি নারী গণমাধ্যম কর্মীরা যেনো যে কাজেই বাইরে যান না কেন সবসময় তার ফোন নম্বর সচল রাখার পাশাপাশি প্রয়োজনে পরিবারের কোনো সদস্যের সঙ্গে লোকেশন শেয়ার করেন সেই পরামর্শ দেন।

দ্বিতীয় পর্বে ডিজিটাল নিরাপত্তা আইন এবং ইনফরমেশন সিকিউরিটি নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন সিটিও ফোরাম মহাসচিব আরফে এলাহী মানিক। এসময় তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের অনলাইনে প্রাপ্ত তথ্য যাচাই, ম্যালওয়্যার চেনা ও তা থেকে সুরক্ষায় মোবাইল এবং পিসিতে ফায়ারওয়ালের ব্যবহার এবং সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য গোপন রাখার কলা-কৌশল তুলে ধরেন।

নারী সাংবাদিক কেন্দ্রের তথ্য প্রযুক্তি সম্পাদক নাজনীন নাহারের সঞ্চালনায় কর্মশালায় সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ থেকে সচেতনতা তৈরির পাশাপাশি সুরক্ষায় তাদের মধ্যে প্রাযুক্তি সক্ষমতা গড়ে তুলতে আমরা কাজ করছি। সেই ধারাবাহিকতায় জাতীয় সঙ্কট বা প্রয়োজনের নিরিখে যেমন তরুণদের অংশগ্রহণে হ্যাকাথনের আয়োজন করা হয়; তেমনি আমরা পেশাদারদের দক্ষতা উন্নয়নেও সচেষ্ট। সেই লক্ষ্যে অনলাইনে সবচেয়ে ঝুঁকিতে থাকা নারী সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হলো। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button