ফিচারলিড স্টোরিশুক্রবারের বিশেষ

লাল শাপলার বিল

ফুল ভালোবাসেন না এমন মানুষ খুব কম-ই আছেন। আর যদি একসঙ্গে অনেক ফুলের দেখা মেলে, তাহলেতো কথাই নেই। আর ফুলের মধ্যে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার সৌন্দর্য  উপভোগ করতে পছন্দ করেন প্রকৃতি প্রেমীরা। আর তাইতো একসঙ্গে অনেক ফুলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে শাপলা বিলে ছুটেন তারা। আর তাই ফুল ও প্রকৃতি প্রেমীদের জন্য আজ থাকছে চোখ ধাঁধানো নয়নাভিরাম প্রকৃতির অপার সৌন্দর্য লাল শাপলার বিল নিয়ে তথ্য। দেশের নানান প্রান্তে বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে থাকা বিলগুলোতে বর্ষাকালে দেখা মিলবে লাল শাপলার মনোমুগ্ধকর সৌন্দর্য।

রাজধানীর পাশেই শিমুলিয়া কুলাদি বিল

লাল শাপলার বিল
ছবি: সংগৃহিত

প্রথমেই জেনে নেই রাজধানীর সবচেয়ে কাছের শাপলা বিলের তথ্য। ঢাকার খুব কাছে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের পাশেই এই শাপলার বিল। এর মূল নাম শিমুলিয়া কুলাদি বিল।

তিন ধরনের শাপলা জন্মে এ বিলে, লাল, সাদা ও বেগুনি রঙের। তবে লাল শাপলাই বেশি। সাধারণত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিলে শাপলা থাকে।

গোপালগঞ্জের বিলগুলোতে লাল শাপলার অপরূপ সৌন্দর্য

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার প্রায় ২৫ টি বিলে অসংখ লাল শাপলার দেখা মিলবে।

লাল শাপলার বিল
ছবি সংগ্রহে কৃতজ্ঞতা : ফারজানা ইসলাম সুমি

বিলে এখন শুধু লাল আর লালের ছড়াছড়ি। লাল শাপলা এসব বিলের সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে দিয়েছে। বিলের লাল শাপলা দেখে মনে হয় কেউ যেন লাল গালিচা রেখেছে দিয়েছেন।

বিলের কালো পানিতে লাল শাপলার অভুতপূর্ব দৃশ্য আকৃষ্ট করছে সবাইকে।

মূলত বিলগুলোর বেশিরভাগ এ ফসলি জমি। এ জমিতে শুধুমাত্র বোরো মৌসুমেই ধান চাষ করা হয়। বর্ষাকালে এসব জমি পানির নিচে তলিয়ে যায়। তখন এসব বিলে প্রাকৃতিকভাবে শোভা ছড়ায় অসংখ লালা শাপলা।

সিলেটের জৈন্তাপুরে লাল শাপলার বিল

লাল শাপলার বিল
মডেল : রোজা আফরোজা

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার চার বিল লাল শাপলার জন্য বিখ্যাত। ডিবির হাওর বা শাপলার লেক জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি হাওর। এখানে রয়েছে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল ও কেন্দ্রীবিল। এই চারটি বিলকে একত্রে লাল শাপলার বিল বলা হয়ে থাকে, চারটি সংযুক্ত বিলের আয়তন ৯০০ একর বা ৩.৬৪ বর্গকিমিঃ।

লাল শাপলার বিল

এ চারটি বিলের অবস্থান বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে। বিলগুলো রূপ নিয়েছে শাপলার রাজ্যে।

সাত বছর ধরে বিলগুলোতে লাল শাপলার চোখজুড়ানো সৌন্দর্য দেখতে ছুটে আসেন অনেকেই। দেশের বাইরেও এ শাপলা বিলের সুনাম ছড়িয়ে পড়েছে। অনেক সময় বিদেশি পর্যটকেরও দেখা মেলে এখানে।

মূলত, সিলেটের অপেক্ষাকৃত নতুন পর্যটনকেন্দ্র হিসেবে দারুণ সম্ভাবনা তৈরি করেছে বিলটি।

সবশেষে জন্য লাল শাপলার রাজ্য বরিশালের সাতলা বিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ও উজিরপুর উপজেলার সাতলার বিস্তৃর্ণ এ বিল এলাকা ‘লাল শাপলার বিল’ নামেই পরিচিত।

লাল শাপলার বিল
ছবি সংগৃহিত

পৗেনে তিনশ একর জুড়ে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রাম প্রাকৃতিকভাবেই এই শাপলার অবারিত রঙ্গিন রুপ যে কাউকে মুগ্ধ করবে।

এক পলকে মনে হবে, লাল শাপলার কোনো চাদর কিংবা পুরো সাতলা বিলটিই ফরাসি লাল মখমলে ঢাকা। পুরো বিলজুড়ে বিছানো শাপলা।

লাল শাপলার বিল

আগাছা আর লতা পাতায় ভরা বিলে ফুটন্ত কোটি কোটি লাল শাপলা সত্যিই সৌন্দর্যের লীলাভূমি।

বিলের লাল শাপলার নৈসর্গিক সৌন্দর্য্য শাপলা দেখতে প্রতিদিন দেশের বিভিন্নস্থান থেকে ছুটে আসছেন ভ্রমন পিপাসু প্রকৃতি প্রেমিরা।

কোন সময় ভ্রমণ করার উপযুক্ত
মূলত বর্ষাকালে সব বিল এলাকায় পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন প্রাকৃতিকভাবে শাপলা ফোটে। সাধারণত আগস্ট মাস থেকে অক্টোবর পর্যন্ত এই শাপলা ফোটে।

লাল শাপলার বিল

তাই ভ্রমণ পিপাসু যারা, শাপলার বিল দেখতে চান এখন থেকেই করে নিন পরিকল্পনা। দেখে আসুন প্রাকৃতিক এক অপার সৌন্দের লীলাভূমি ‘লাল স্বর্গ’ বা লাল শাপলার বিল ”।

 

নাজনীন আক্তার লাকী

সিনিয়র রিপোর্টার

নিউজ নাউ বাংলা.কম

Related Articles

Leave a Reply

Back to top button