জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল-আলম।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বিশ্বব্যাপী করোনা মহামারী প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মানুষকে জীবন জীবিকা নির্বাহে নতুনভাবে ভাবাচ্ছে।

রাষ্ট্রপতি হামিদ বলেন, এ ধরনের পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহারে বিশ্ববিদ্যালয়গুলোকে সক্ষমতা অর্জন করতে হবে।

বিশ্বায়নের এ যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নসহ গবেষণা কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

Related Articles

Leave a Reply

Back to top button