করোনাবিনোদনসাহিত্য ও বিনোদন
না ফেরার দেশে গজল সম্রাট ভূপিন্দর সিং
করোনায় আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত চণে গেলেন, গজল সম্রাট ভূপিন্দর সিং। খবর: আনন্দ বাজার
সোমবার মুম্বাইয়ে একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৮২ বছর বয়সী এই সংগীত শিল্পী।
গায়কের স্ত্রী মিতালী সিং জানিয়েছেন, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। একাধিকবার মূত্রনালির সংক্রমণে ভুগেছেন। করোনায় আক্রান্ত হয়ে সোমবার বিকেলে মুম্বাইয়ে একটি হাসপাতালে মারা যান তিনি।
ভূপিন্দর সিং অজস্র গান গেয়েছেন হিন্দি ও বাংলা ভাষায়। বলিউডে তার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে, ‘এক অকেলা ইস শহর মে’, ‘নাম গুম যায়েগা’, ‘দিল ঢুন্ডতা হ্যাঁয় ফির ওয়াহি’ ইত্যাদি।