গায়ক টুটুলের দ্বিতীয় বিয়ের খবরে যা বললেন প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া
টানা ২৩ বছরের সংসারের ইতি টেনেছেন, কণ্ঠশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ।
জানা গেছে, ১ বছর আগেই তাদের বিচ্ছেদ হলেও তা প্রকাশ পায়নি এতোদিন।
সম্প্রতি টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার এরপরই সামনে আসে তাদের বিচ্ছেদের খবর।
যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এই সংগীতশিল্পী। আর টুটুলের নতুন সংসার নিয়ে শুভ কামনা জানিয়েছেন তার সাবেক স্ত্রী তানিয়া।
তানিয়া আহমেদ বলেন, ‘খবরটি আমিও শুনেছি। ও (টুটুল) ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইল। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি। তার জন্য দোয়া রইলো।
বিচ্ছেদ নিয়ে তানিয়া আহমেদ বলেন, ‘সে (টুটুল) গানের মানুষ। তার জীবনধারণটা একটু অন্যরকম। সে জায়গাটায় হয়তো আমাদের দূরত্ব হয়েছে। সবচেয়ে বড় কথা এটা আমাদের দুজনের একান্তই ব্যক্তিগত বিষয়। এখানে তো আর সব বলার কিছু নাই।’
উল্লেখ্য, ১৯৯৯ সালে ঘর বাঁধেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সূত্র: আমাদের সময় ডট কম।