গণমাধ্যমজাতীয়

৬ মাসে ৭২ টি গণমাধ্যমে ২ শ’ ৩৮ টি ভুয়া খবর

২০২২ সালে জুন মাস পর্যন্ত প্রায় ৩৮ টি বিষয়ে দেশীয় ৭২ টি সংবাদমাধ্যমে মোট ২শ ৩২ টি ভুয়া খবর প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে, ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানারের ৩ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ে সর্বোচ্চ ১১ টি ভুল ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে একটি বেসরকারি ২৪ ঘণ্টার সংবাদ ভিত্তিক টিভিচ্যানেল। এছাড়া ২ টি করে ভুল সংবাদ প্রচার করেছে ২৪ টি গণমাধ্যম, ১ টি করে করেছে ১৭ টি গণমাধ্যম। এ গণমাধ্যমের তালিকায়, টিভি, পত্রিকা, অনলাইন রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত এসব ভুল ও বিভ্রান্তিকর খবরর তথ্য নিয়ে প্রকাশিত এ প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা।

যে প্রতিষ্ঠান এ প্রতিবেদন প্রকাশিত করেছে, রিউমার স্ক্যানার, আরএসবি মিডিয়া অ্যান্ড রিসার্চ ফার্মের একটি প্রকল্প যা রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস এর অধীনে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান।

Related Articles

Leave a Reply

Back to top button