২০২২ সালে জুন মাস পর্যন্ত প্রায় ৩৮ টি বিষয়ে দেশীয় ৭২ টি সংবাদমাধ্যমে মোট ২শ ৩২ টি ভুয়া খবর প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে, ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানারের ৩ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, এ বছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ে সর্বোচ্চ ১১ টি ভুল ও বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে একটি বেসরকারি ২৪ ঘণ্টার সংবাদ ভিত্তিক টিভিচ্যানেল। এছাড়া ২ টি করে ভুল সংবাদ প্রচার করেছে ২৪ টি গণমাধ্যম, ১ টি করে করেছে ১৭ টি গণমাধ্যম। এ গণমাধ্যমের তালিকায়, টিভি, পত্রিকা, অনলাইন রয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত এসব ভুল ও বিভ্রান্তিকর খবরর তথ্য নিয়ে প্রকাশিত এ প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা।
যে প্রতিষ্ঠান এ প্রতিবেদন প্রকাশিত করেছে, রিউমার স্ক্যানার, আরএসবি মিডিয়া অ্যান্ড রিসার্চ ফার্মের একটি প্রকল্প যা রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস এর অধীনে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান।