জাতীয়

আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন

পটুয়াখালী-১ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে নগরীর নির্বাচন কমিশন ভবেনর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পটুয়াখালী-১ শূন্য আসনে তফসিল ও নির্বাচন-সংক্রান্ত আলোচনা হয় সভায়। পরে ইসি সচিব জাহাংগীর আলম এই উপনির্বাচনের সময়সূচি সাংবাদিকদের জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান কমিশন সভায় উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৬ নভেম্বর। ব্যালট পেপারে হবে উপনির্বাচন।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার (২১ অক্টোবর) সকালে বার্ধক্যের কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর ওই আসনটি শূন্য হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button