খেলা

৫ দিনের টেস্ট ২ দিনেই শেষ

গতকাল বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড দিবারাত্রি ম্যাচটি জায়গা করে নিয়েছে লজ্জার এক ইতিহাসের পাতায়। ভারতের ১০ উইকেটে জিতে যাওয়া ম্যাচটিতে ২ দিনে খেলা হয়েছে মাত্র ১২ ঘণ্টা।

৪ ম্যাচ টেস্ট সিরিজে ভারত এগিয়ে যায় ২-১ ব্যবধানে। এ হারের কারণে ইংল্যান্ড বাদ পড়ে যায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে। সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ভারত জিতলে ফাইনালে যাবে। নাহয় লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

প্রায় ৮৫ বছর পর এক টেস্টে সবচেয়ে কম বোলিং করতে হয়েছে বোলারদের। এই টেস্টে দুই দল মিলে খেলেছে ১৪০ ওভার ২ বল। বলের হিসেবে ৮৪২ বল। ১৯৩৫ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচটি হয়েছে ৬৭২ বলে। সবশেষ ২০১৯ সালে ভারত-বাংলাদেশ দিবারাত্রি টেস্ট শেষ হয়েছিল ৯৬৮ বলে।

প্রায় দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মোট ২২ বার ৫ দিনের টেস্ট ২ দিনেই শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত খেলা হয়েছে ২ হাজার ৪১২টি টেস্ট। ভারতের ক্ষেত্রে এটি দ্বিতীয়বার, এর আগে ২০১৮ সালে ব্যাঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে দু’দিনেই ম্যাচ শেষ করেছিল ভারত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button